চুকনগরে দুটি ইউনিয়নে শিার্থীদের সচেতনতা বৃদ্ধির লে মাস্ক বিতরণ

0
288

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া ॥ কোভিড-১৯ প্রতিরোধে স্কুলের শিার্থীদের সচেতনতা বৃদ্ধির ল্েয বে সরকারী উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে চুকনগরে আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নের দুটি শিা প্রতিষ্ঠানের মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে। পিএএসিআরএমডিসি প্রকল্পের দি এশিয়া ফাউন্ডেশন এবং ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে মঙ্গলবার সকাল ১০টার দিকে চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল। উপস্থিত ছিলেন চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক বিশ্বাস খলিলুর রহমান, মালতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সহকারী প্রধান শিকিা শ্যামলী সরকার, দলিতের অডিট ম্যানেজার উত্তম কুমার দাস, হিসাব রক হরিচাদ দাস, ফিল্ড সুপার ভাইজার সামছুর নাহার, লী রানী দাস, তনিমা দাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here