ঝিকরগাছায় রাজাকারের উত্তরসূরিকে বয়কটের দাবিতে মানববন্ধন

0
294

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে রাজাকারের উত্তরসূরিকে বয়কটের দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঝিকরগাছা উপজেলা কমান্ড কাউন্সিলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় বাসস্ট্যান্ডের প্রাইম ব্যাংকের সামনের মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, বর্তমান পৌর মেয়র ও বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের মাঝি আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড উপজেলা কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর কাদের আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাওন রেজা খোকা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড উপজেলা কমিটির সহ সভাপতি মনজুর আলম তোতা, সাধারণ সম্পাদক মোঃ শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মুকুল, সংগঠনিক সম্পাদক আব্দুল মুজিদ, সহ সংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক এহতেশাম হামিদরাজ, মিয়ারাজ হোসেন, সহ প্রচার সম্পাদক তরিকুল ইসলাম শামীম, পৌর আহ্বায়ক কমিটির আহবায়ক আনিসুজ্জামান সবুজ, সদস্য সচিব ফিরোজ জামান তুলি, জিল্লুর রহমান, ওয়াসিম আকরাম, সদস্য আনিছুর রহমান, বাঁকড়া ইউনিয়ন কমান্ড কাউন্সিল এর সভাপতি মোঃ মিয়ারাজ হোসেন, বাঁকড়া ইউনিয়ন কমান্ড কাউন্সিল এর সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান সহ আরো অনেক নেতৃবৃন্দ। মানববন্ধনের শেষে বাসস্ট্যান্ডে থেকে উপজেলা পর্যন্ত একটি রালী রেব হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here