রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী সহ ১৪টি শিাপ্রতিষ্ঠানের ৪২’শ ৬৮ জন শিার্থীকে করোনা প্রতিশেধক টিকা প্রদান

0
344

রাসেল মাহমুদ : যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী, রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়, সতিঘাটা মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়, বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়, শাখারীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়, দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়, নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়, মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয়, জিরাট সিনিয়র দাখিল মাদ্রাসা সহ অত্র অঞ্চলের ১৪ টি শিাপ্রতিষ্ঠানের মোট ৪২’শ ৬৮ জন শিার্থীদের মাঝে কোভিড-১৯ বা করোনা প্রতিশেধক টিকা প্রদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দুই দিন যাবত ৬ষ্ঠ থেকে ১০ শ্রেনীর ১২ বছর বয়সের ঊর্ধ্বে সকল ছাত্র-ছাত্রীদের কে কোভিড-১৯ বা করোনা প্রতিশেধক টিকা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারী অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক স্কুল ও মমাদ্রাসা পড়ুয়া শিার্থীদের স্বাস্থ্য সুরার কথা বিবেচনায় দেশের বিভিন্ন স্থানের ন্যায় যশোর জেলা শিা অফিসের নির্দেশনায় গত ১০ ও ১১ জানুয়ারি ২০২২ ইং তারিখ এই দুই দিন পর্যায়ক্রমে ১২ বছরের ঊর্ধ্বে এসকল বিদ্যালয়ের ২৪’শ ৫৭ জন ছাত্রী ও ১৮’শ ১১ জন ছাত্র সহ মোট ৪২’শ ৬৮ জনকে করোনা প্রতিশেধক (ফাইজার) টিকা প্রদান করা হয় রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর হলরুমে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক বিএম. জহুরুল পারভেজের সার্বিক সু-ব্যবস্থাপনায় এসকল শিা প্রতিষ্ঠানের ৪২’শ ৬৮ জন শিার্থীর শরীরে টিকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন টিকা প্রদান কর্মী ও একটি বিশেষ মেডিকেল টিম। এছাড়াও এসকল বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক সহ অভিভাবক সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here