লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন হতাহত

0
239

নড়াইল প্রতিনিধি ঃ লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহত ইলিয়াস শেখ (৫০) লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা এলাকার মরহুম দবির শেখের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত ইলিয়াস শেখ ও তার সহযোগী মোটর সাইকেলযোগে সোমবার রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে মহাজন এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। তারা লক্ষ্মীপাশা-মহাজন সড়কের খলিশাখালি এলাকায় পৌঁছালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটি কাটার ট্রলির সাথে সজোরে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী ইলিয়াস, সুজন ও ট্রলির হেলপার হাসিব গুরুতর আহত হন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে আহত ইলিয়াসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সোমবার রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপর আহত হাসিব ভুইয়াকে (২১) রাতেই ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে এবং সুজন মন্ডলকে (৩২) যশোর আব্দুর রউফ পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here