চৌগাছায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

0
282

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় লিপি খাতুন (৩৮) নামে এক গৃহবধূ দশ মাসের কন্যা রেখে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেলে বসত ঘরের আড়া থেকে ওড়নায় পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে প্রতিবেশিরা। সংবাদ পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার চৌগাছা থানায় নেয়। বুধবার লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত লিপি খাতুন উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর খালপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মুক্তার আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল তিনটার দিকে লিপির বসত ঘরে (শয়ন কক্ষে) আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে থাকতে দেখেন প্রতিবেশিরা। এসময় লিপির দশ মাস বয়সী কন্যা ছাড়া বাড়িতে কেউ ছিলো না। লিপি বেঁচে আছে ভেবে প্রতিবেশিরা দ্রুত ওড়না কেটে উদ্ধার করেন। পরে বুঝতে পারেন তিনি মারা গেছেন। পরিবারের সদস্যরা তার লাশ দাফনের প্রস্ততি নেয়ার সংবাদ পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে চৌগাছা থানায় নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here