মহেশপুরে সীমান্ত অতিক্রম কালে নারী শিশুসহ আটক ২১

0
268

মহেশপুর (ঝিনাইদহ) অফিস : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির কানাইডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্ঠা করলে ২১জনকে আটক করে ৫৮ বিজিবি। শনিবার ভোরে কানাই ডাঙ্গা  গ্রামের জিনারুল ইসলামের মেহগনী বাগান থেকে ১৩জন পুরুষ, ৪জন নারীও  ৪শিশুকে আটক করে। আটক কৃতরা হলেন,খুলনা জেলার এরশাদ আলী গাজীরের ছেলে আনোয়ার গাজী (৩৫),স্ত্রী সখিনা বেগম (৩০),  মেয়ে রুকাইয়া গাজী (০৩), ছেলে আব্দুল্লাহ (০২), যশোর জেলার বিরাট সমাজ পতীর স্ত্রী শিখা রাণী সমাজ পতী (৪০), মেয়ে রিয়া সমাজ পতী, ছেলে তীপ্ত সমাজ পতী, ইয়াকুব আলীর ছেলে জিয়াউর রহমান (৪৭), নড়াইল জেলার শাহাদাৎ হোসেনের  মেয়ে আন্না (৩০), বাগেরহাট জেলার চিত্তরঞ্জন মন্ডলের স্ত্রী উষা রাণী মন্ডল (৬০), যশোর জেলার বেনাপোলের কেরামত মন্ডলের ছেলে আলম মন্ডল (৪৭), একই স্থানের লালচান মিয়ার ছেলে সুমন মিয়া (১৭), সিলেট জেলার কৃষ্ণহরণ দাসের ছেলে খোকন দাস (৪১) সাহাবুদ্দিন এর ছেলে সাইফুলআলম (৩০),সুনামগঞ্জ জেলার আব্দুল কুদ্দস মিয়ার ছেলে সেবুল মিয়া (২০),গোপালগঞ্জ জেলার গকুল বাওয়ালীর ছেলে তপন বাওয়ালী (২৩),রুহুল আমিন এর ছেলে হুমায়ূন কবীর (৪৪)ফরিদপুর জেলার সালাম মিয়ার ছেলে রাজা (৪০), কাজী সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৩), কক্সবাজার জেলার আহম্মেদ এর ছেলে জমির আহম্মেদ (৩০)। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কুটিপাড়া গ্রামের আব্দুল আজিজ শেখ এর ছেলে রাকিবুল ইসলাম (৩১) ৫৮বিজিরি অতিরিক্ত পরিচালক তসলিম মো: তারেক জানান, অবৈধ ভাবে দেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here