কেশবপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
242

কেশবপুর ব্যুরো : কেশবপুরে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ এবং জনপ্রিয়করণ প্রকল্পের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার মধ্যকুল কালিতলা এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের আগে অতিথিবৃন্দরা হরিহর নদে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ পরিদর্শন করেন। পরিদর্শণ শেষে উপজেলার মধ্যকুল গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম খান, কেশবপুর প্রেসকাবের যুগ্ম সাধারণ স¤পাদক উৎপল দে , নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম, নীল রতন বিশ্বাস ও পারুল বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here