পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় গাঁজা, সরকারী জায়গা দখল ও গ্রেফতারী পরোয়ানা ৮ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। পৃথক দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক তাকবির হোসেন ও নিরুপম নন্দী জানান, শুক্রবার রাতে মাদক দ্রব্য অভিযানে উপজেলার সোলাদানা ইউনিয়নের খালিয়ারচক গ্রামের শুকদেব মন্ডলের ছেলে রাকেশ মন্ডল (২৫) ,শংকর মন্ডলের ছেলে প্রসেন মন্ডল (২৪) কে ৫০গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
অপরদিকে, রাত ২টায় লতার ইউনিয়ানের শামুকপোতা বাজারে সরকারী সম্পত্তিতে অবৈধভাবে ঘর বাঁধার সময়ে স্থানীয় দের অভিযোগের ভিত্তিতে পুঁটিমারীর গোলক বিহারী রায়ের ছেলে দীপক রায় (৪৬) , মৃত তারক বিহারীর ছেলে শ্যমল রায় (৫৬) , গোয়ালবাতান গ্রামের তরঙ্গ মন্ডলের ছেলে সুদাম মন্ডল (২৪), চিনিমলা গ্রামের অশ্বিনী মন্ডলের ছেলে উত্তম মন্ডল (২৮) কে এবং ২০২০ সালের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইনতাজ গাজীর ছেলে শফিকুল ইসলাম, কপিলমুনি ইউনিয়নের শেখ সোহবানের ছেলে আবু সাঈদ কে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মাদকদ্রব্য , গ্রেফতারী পরোয়ানা ও, সরকারী জায়গা অবৈধ দখলের অভিযোগে দুটি মামলায় ৮ জনকে গ্রেফতার করে শনিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।