নড়াইলের কালিয়া থানার ওসি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকে ভূষিত!

0
933

কালিয়া, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও কৃঙখলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য এ বছর পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ “বিপিএম-সাহসীকতা” পদকে ভূষিত হয়েছেন। প্রতিবছর পুলিশ সদস্যদেরকে প্রতিবছর অসীম বিরত্ব ও সাহসীকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এ পদক প্রদান করা হয়। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে (ভার্চুয়ালি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ পদক পরিয়ে দিবেন। যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম উপাধি যুক্ত হয়। পুলিশ সপ্তাহে বিপিএম সাহসিকতা, বিপিএম সেবা, পিপিএম সাহসিকতা, পিপিএম সেবা এ চারটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এ বছর পুলিশ সপ্তাহে ২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৫জনকে (বিপিএম সাহসীকতা) পদক, ২৫জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম সাহসীকতা) ছাড়াও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, দতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও কৃঙখলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫জনকে (বিপিএম-সেবা) পদক ও ৫০জনকে (পিপিএম-সেবা) পদক প্রদান করা হবে। শেখ কনি মিয়া ১৪ ডিসেম্বর/২০ সালে কালিয়া থানায় ওসি হিসাবে দায়িত্ব গ্রহণের পর হতে থানার আইন কৃঙ্খলা রা, অপরাধ নিয়ন্ত্রন মানবিক, সামাজিক, গণমুখী ও প্রো-এ্যাকটিভ পুলিশিং সেবা অব্যাহত রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here