বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদে গরীব দুঃখীদের মাঝে কম্বল বিতরন

0
529

বসুন্দিয়া প্রতিনিধি : “ভোট আসলে দেখা মেলে, ভোটে পাশ করলে হারিয়ে যায়” এ পর্যন্ত কত চেয়ারম্যান আসে গেলো আমাদের মত গরীব বয়স্কদের খোঁজ খবর কেউ নেয়নি। অতি কষ্টের কথা জানালেন কয়েকজন বয়স্ক বৃদ্ধ মানুষ, দাতপুর গ্রামের ছুটু বিবি (৯০), ভাঙ্গুড়া গ্রামের মোঃ আতিয়ার রহমান (৭৫), তেঘরী গ্রামের মোঃ হামিদ আলী (৭০), বারভাগ গ্রামের মোঃ শামছুর রহমান (৭০) তারা বলেন, প্রতিবছর চেয়ারম্যান মেম্বাররা বেছে বেছে নিজস্ব আত্মীয় স্বজনদের বাড়িতে পৌঁছে দেয় কম্বল। এবছর ভিন্ন নতুন চেয়ারম্যান মেম্বার গ্রামে গ্রামে খোঁজ খবর নিয়ে পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের পরিষদে শীতের কষ্ট নিবারনের কম্বল নিতে আসতে বলেছিলেন। কম্বল পেয়ে খুশিতে আত্মহারা এমনই অনুভুতি লনীয়। ২৩ জানুয়ারি রোববার বেলা ১১ টায় বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের সভা কে ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে ১৯ গ্রামের দুস্ত অসহায় বয়স্কদের মাঝে ত্রানের শীত বস্ত্র বিতরণ করেন। উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত, পরিষদের সচিব মোঃ ওবায়দুর রহমান, ইউপি সদস্য মোঃ সরোয়ার মোল্যা, মোঃ রেজাউল ইসলাম খন্দকা, মোঃ মাসুম আলী বিশ্বাস, মহিলা ইউপি সদস্য মোছাঃ আনোয়ারা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন মহল্লাদার কৃষ্ণপদ দাশ, প্রকাশ বিশ্বা, দীলিপ, মোছাঃ মিনা খাতুন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here