যশোরে দশ মিনিটের ব্যবধানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

0
325

স্টাফ রিপোর্টার : যশোরে দশ মিনিটের ব্যবধানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ দুটি দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া রিফাতনগর গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে ইব্রাহিম হোসেন(৬০) এবং সদর উপজেলার পাঁচ বাড়িয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে মতিয়ার রহমান(৭০)। নিহত ইব্রাহিম হোসেনের ছেলে সুমন হোসেন জানান, তার পিতা একজন প্রবাসী। কয়েকদিন আগে বিদেশ থেকে দেশে এসেছেন। আজ বিকালে মোটরসাইকেল যোগে বসুন্দিয়া বাজারে যাচ্ছিলেন পথিমধ্যে বিপরীত দিক দিয়ে আসা নিটল টাটা গ্রুপের একটা এ্যাম্বুল্যান্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার বাবার ডান পা বিছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৪ টা ৫০ মিনিটে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে আরেক সড়ক দুর্ঘটনায়, নিহত মতিয়ার রহমানের ভাইপো আওয়াল হোসেন(৩২) জানায়, বিকালে তার চাচা মতিয়ার রহমান সাইকেলে চড়ে পাচনবাড়িয়া বাজারে যাচ্ছিলো। এ সময় পেছন দিক দিয়ে একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে সেখানকার লোকজন মতিয়ার রহমানকে উদ্ধার কর যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক বিকাল ৫ ঘটিকায় মৃত ঘোষণা করে। দূর্ঘটনায় দুটি লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হোয়েছে। এবং প্রথম ঘটনায় ঘাতক নিটল টাটা গ্রুপের এ্যাম্বুল্যন্সটিকে আটক করেছে পুলিশ। এ্যাম্বুল্যান্সের চালক পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here