চৌগাছায় জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

0
434

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব কারেন্সী ম্যানেজমেন্ট এর আয়োজনে ও সোনালী ব্যাংক চৌগাছা শাখার সহযোগিতায় সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক চৌগাছা শাখার বিদায়ী ব্যবস্থাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকের খুলনার ডেপুটি জেনারেল ম্যানেজার এসকে রফিকুল ইসলাম। সোনালী ব্যাংক কর্মকর্তা মোতাছিম বিল্লাহের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, সাব-রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র মন্ডল, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, ইসলামী ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক মাহফুজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম, সোনালী ব্যাংক যশোরের এজিএম সালাউদ্দীন, চৌগাছা সোনালী ব্যাংকের নবাগত ব্যবস্থাপক ফারুকুজ্জামান, ওয়ান ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক আশিকুর রহমান প্রমুখ। কর্মশালায় চৌগাছার বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা এবং সুধীজনরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here