স্টাফ রিপোর্টার : রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২২। গতকাল ছিলো পুলিশ সপ্তাহ-২০২২ এর দ্বিতীয় দিন। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় বার্ষিক শিল্ড প্যারেড এবং একই সাথে ২০২০ ও ২০২১ সালের মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাচালান দ্রব্য উদ্ধারে সাফল্য অর্জনকারী ইউনিট সমূহের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম(বার)। এবারের পুলিশ সুপ্তাহে যশোর জেলা পুলিশ তিন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে।এসময় যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম ইন্সপেক্টর জেনারেলের হাত থেকে উক্ত তিন ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন।এই পুরস্কার প্রাপ্তিতে যশোর জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত এবং একই সাথে বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজি মহোদয়ের প্রতি চির কৃতজ্ঞ বলে অভিমত ব্যক্ত করেছেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। তিনি অভিব্যক্তি প্রকাশ কওে বলেন, নিশ্চয়ই এই প্রাপ্তির সমান অংশীদার যশোরবাসী এবং জেলা পুলিশের প্রতিটা সদস্য। আপনাদের সহযোগিতা এবং জেলা পুলিশের প্রতিটা সদস্যের দিন-রাত অকান্ত পরিশ্রমের ফলে আজকের এই প্রাপ্তি।
আমরা এটাও আশা করি আজকের এই পুরস্কার প্রাপ্তি জেলা পুলিশের আগামী দিনের কর্মস্পৃহাকে আরো বেশি গতিশীল করবে। আমরা আশা রাখি আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
পুরস্কার প্রাপ্তির ক্যাটাগরি তিনটি হলো- মাদকদ্রব্য উদ্ধারে ২০২০ সালে যশোর জেলা পুলিশ “খ” গ্রুপে ২য় স্থান অর্জন করেছেন, মাদকদ্রব্য উদ্ধারে ২০২১ সালে যশোর জেলা পুলিশ “খ” গ্রুপে ৩য় স্থান অর্জন করেছেন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ২০২০ সালে যশোর জেলা পুলিশ “খ” গ্রুপে ২য় স্থান অর্জন করেছেন।
এদিকে এবারের পুলিশ সপ্তাহে ব্যক্তিগত পর্যায়ে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ যশোর পিবিআই এর এসপি রেশমা শারমিন ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন পিপিএম এবং যশোর পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানীসহ অপর ৫ জন বিপিএম পদকে ভূষিত হয়েছেন।















