লোহাগড়ায় মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে ছাত্রের মৃত্যু

0
347

রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : মাদ্রাসা শিক্ষকের বেদম মারপিটে মাদ্রাসার ছাত্র মোঃ আরিফ বিল্লাহ(৯) অসুস্থ হয়ে মৃত্যবরণ করেছে। রবিবার(২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রের মৃত্য হয়। এলাকাবাসী, পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার লংকারচর গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলামের ছেলে মোঃ আরিফ বিল্লাহ শালনগর ইউনিয়নের মন্ডলবাগ এতিম খানা রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। গত সোমবার (১৭ জানুয়ারি) মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লার দুইশত টাকা মাদ্রাসা থেকে হারিয়ে যায়। ওই শিক্ষক চোর সন্দেহে মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্রকে মারপিট করে। এমনকি হাফেজি বিভাগের ছাত্র মোঃ আরিফ বিল্লাহ কে রাত ৮টার দিকে প্রচন্ড মারপিট করে ওই শিক্ষক। একপর্যায়ে আরিফ অসুস্থ হয়ে পড়লে তাকে মাদ্রাসা থেকে বের করে দেয় অভিযুক্ত শিক্ষক। খবর পেয়ে আরিফের স্বজনরা তাকে উদ্ধার করে মন্ডলবাগ গ্রামের আত্মীয় হাফিজুর রহমান মুন্সীর বাড়িতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ২৩ জানুয়ারি সন্ধ্যায় আরিফ বেশি অসুস্থ হয়ে পড়লে হাফিজুর রহমান মুন্সী বিষয়টি ছাত্রের বাবাকে জানান। ছাত্রের ফুপা খবর পেয়ে তাকে বাড়িতে নিয়ে যান। সেখানেই আরিফের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে রাতেই লোহাগড়া থানায় ওই ছাত্রের লাশ নিয়ে আসে। নিহত ছাত্রের বাবা মোঃ নুর ইসলাম জানান, আমার ছেলেকে শিক্ষক মোঃ আব্দুল্লা বেদম মারপিট করেছে। যে কারনে আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি মামলা করবো। অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, সোমবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here