ডাক্তার হওয়ার স্বপ্ন এসএসসিতে উপজেলার শ্রেষ্ঠ স্থান অধিকারী ইশিতা

0
340

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ দারিদ্রতাকে জয় করে এ বছর এসএসসি পরীায় প্রকাশ হওয়া ফলাফলে উপজেলার শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী ইশিতা জাহান সাথী। সে ঝিনাইদহ জেলার মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের প্রবাসী ইউসুফ আলী ও মা জুলেখা খাতুনের মেয়ে। বাবা ইউসুফ আলী দারিদ্রতাকে জয় করতে জমি জায়গা বিক্রি করে ১০বছর ধরে মালয়েশিয়া প্রবাসী জীবন যাপন করছেন। মাঝে মধ্যে বাড়িতে আসলেও ছোট ছোট দুই ছেলে মেয়েকে মানুষের মত মানুষ গড়ে তুলতে মা জুলেখা খাতুনকে লড়তে হয়েছে একাই। সেই স্বপ্ন পূরনে এবার এসএসসি পরীার ফলাফলে আশার আলো দেখাতে শুরু করেছে মা জুলেখা খাতুনের ও প্রবাসী পিতার মনে। মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ইশিতা এ বছর এসএসসি পরীায় ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৪০ নম্বার পেয়ে উপজেলায় শ্রেষ্ঠ হয়েছে। বিষয় ভিত্তিক ৩টি বিষয়ে ১০০ নম্বর করে ৩টি বিষয়ে ৩০০ নম্বর পেয়েছে। ইতিপর্বে সে পিএসসি ও জেএসসিতে জিপিএ ৫ পেয়ে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এ বছর এসএসসিতে সে জিপিএ ৫ পেয়ে উপজেলার শ্রেষ্ঠ হয়েছে। ইশিতার মা জুলেখা খাতুন বলেন,এক মেয়ে ও এক ছেলের মধ্যে ইশিত বড়, ছোট ছেলে মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র। ওরা ছোট থাকতে ওদের বাবা পরিবারের সচ্ছতা ফেরাতে মালয়েশিয়ায় প্রবাসী জীবন যাপন করছেন। মাঝে মধ্যে বাড়িতে আসলেও সংসার ও দুই ছেলে-মেয়ের লেখাপড়ার দায়িত্ব কষ্ট করে তাকেই সামলাতে হয়। তিনি আরও বলেন প্রবাসী পিতা ছেলে-মেয়েকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে প্রবাসে কষ্ট করছেন। এসএসসিতে মেয়ের এমন সাফল্যে আমাদের স্বপ্ন পূরনে আশার আলো দেখাতে শুরু করেছে। ইশিতা জানান,তার স্বপ্ন সে ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করতে চায়। চতুর্থ শ্রেণীতে লেখাপড়াকালীন সময়ে তার দাদি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যায়। সে সময় ডাক্তারদের চিকিৎসা সেবা দেখে তার মনে দাগ কাটে। সেই থেকেই তার ইচ্ছা লেখাপড়া করে ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা সেবা দিতে চায়। মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক জহুরুল ইসলাম জানান, ইশিতা জাহান সাথী খুবই মেধাবী ছাত্রী। এ বছর এসএসসি পরীায় ১৩০০ নম্বারের মধ্যে সর্বোচ্চ ১২৪০ নম্বার পেয়ে উপজেলায় শ্রেষ্ঠ হয়েছে। সে সব বিষয়েই পারদর্শী আমরা তার মঙ্গল কামনা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here