মোংলায় ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররোধে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং শুরু

0
254

মাসুদ রানা, মোংলা ঃ মোংলায় করােনা অতিমারীতে তিগ্রস্ত জনগােষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ ঝঈজঊঅগ প্রকল্পের আওতায় মোংলা পৌর শহর এলাকায় ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররােধে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং কর্মসূচীর শুরু করা হয়েছে। এনজিও রুপান্তরের আয়োজনে বুধবার থেকে ৬ দিন ব্যাপি ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররােধে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং চলবে মোংলা উপজেলার ছয় টি ইউনিয়ন পরিষদ এলাকায়। উল্লেখ্য , সুইজারল্যান্ড সরকারের সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পটি প্রান্তিক জনগােষ্ঠীর কর্মদতা সৃষ্টি করে নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানাের উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে এ মাইকিং কূমসূচী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here