ছিন্নমূল ও হত দরিদ্র পরিবারে স্বপ্ন’র শীতবস্ত্র বিতরণ যশোরে

0
337

মালিুকুজ্জামান কাকা, যশোর : যশোরের ঝিকরগাছায় উপজেলার মধ্যে বাছাই করা ছিন্নমূল ও হত দরিদ্র পরিবারের মাঝে স্বপ্ন সংগঠনের মাধ্যমে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার রাত ১০টার পরে রাতের আধারে ঝিকরগাছা বাজার সহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও হত দরিদ্র পরিবারের মাঝে প্রায় শতাধিত শীতবস্ত্র বা কম্বল বিতরণ করেছেন স্বপ্ন সংগঠন।
২০২১ সলে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি নতুন দিনের সূচনা তৈরী করার ল্েয ব্লাড ডোনেশন ক্যাম্পেইন, পরিবেশ ও জনসচেতনতামূলক কার্যক্রম, এতিম, ছিন্নমূল শিশু এবং অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সহায়তা প্রদান করছে স্বপ্ন নামক সংগঠনটি। স্বপ্ন সংগঠনের সুমন কবীর, নয়ন হোসেন, সাকিব হোসেন, প্রিন্স কবীর, সুজন হোসেন এই পাঁচ তরুণ উদ্যোক্তার হাত ধরে এলাকার তরুণ প্রজন্মের প্রায় শতাধিক সদস্য নিয়ে মানুষের কল্যাণে, সন্ত্রাস, মাদকমুক্ত ও খেলার প্রতি উৎসাহ যোগাতে কাজ করেছে। স্বপ্ন সংগঠনের মূল হাতিয়ার হল ফ্রি ব্লাড বিতরণ, ফ্রি ব্লাড গ্রুপিং সহ সরকারি সর্বপ্রকার নির্দেশনা অনুযায়ী এলাকার মানুষের মাধ্যমে জন সচেতনতা তৈরী করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here