ডুমুরিয়ায় রঘুনাথপুর ইউপিতে চেয়ারম্যান’র মনোনীত না হওয়ায় বাদ পড়লেন দু’উদ্যোক্তা!

0
322

ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : ডুমুরিয়ায় রঘুনাথপুর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা সহজিকরণ ও ই-নথির কার্যক্রম বৃদ্ধির ল্েয নিয়োগকৃত পুরুষ উদ্যোক্তা ভৃগু সরকার ও নারী উদ্যোক্তা শেফালী খাতুনকে বাদ দিয়ে নুতন উদ্যোক্তা নিয়োগের পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মনোজিত কুমার বালা তার মনোনীত দু’জনকে অলিখিত ভাবে নিয়োগ দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে নিয়োগকৃত ওই দু’উদ্যোক্তা কর্মেেত্র যোগদান করতে না পেরে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছে বলে জানা গেছে। অপর দিকে অভিজ্ঞ সম্পন্ন লোক না থাকায় স্থানীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন এলাকার অনেকেই। তবে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। রঘুনাথপুর ইউনিয়ন পরিষদে নিয়োগ প্রাপ্ত ভৃগু সরকার ও শেফালী খাতুনের স্থানীয় সরকারের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়েরকৃত অভিযোগ ও তাদের সাথে কথা বলে জানা যায়, পুরুষ উদ্যোক্তা হিসেবে ২০১২ সাল থেকে ভৃগু সরকার রঘুনাথপুর ইউনিয়নে তৎকালিন ইউপি চেয়ারম্যান গাজী তফসির আহম্মেদ স্বাক্ষরিত চুক্তিপত্র অনুযায়ী উদ্যোক্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে সুনামের সাথে নাগরিক সেবা দিয়ে আসছেন। নারী উদ্যোক্তা শেফালী খাতুন বলেন, ২০১৬ সালে ১২ মে ইউপি চেয়ারম্যান খান সাকুর উদ্দিন স্বারিত চুক্তিপত্রে নিয়োগ প্রাপ্ত হইয়া সুনামের সাথে নারী উদ্যোক্ত হয়ে কাজ করে আসছি। এমতবস্থায় ২ জানুয়ারী আমাকে পরিষদ থেকে বের করে দেন চেয়ারম্যান। সচিব হেকমত আলী আমার কাছে থাকা ল্যাপটপসহ অন্যান্য উপকরন নিয়ে নেন। তিনি আরও জানান গত ২৫ জানুয়ারী ব্যক্তিগত কাজ নিয়ে ইউপিতে গেলে চেয়ারম্যান মনোজিত বালা ও সচিব হেকমত আলী যৌথভাবে আমাকে বলেন, আপনি আর কখনও পরিষদে আসবেন না। সম্প্রতি ২০২১ সালে ১১ নভেম্বর ২য় ধাপের নির্বাচনে স্থানীয় মনোজিত কুমার বালা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২৯ ডিসেম্বর শপথ গ্রহনের পর দায়িত্ব ভার গ্রহন করেন। তিনি দায়িত্ব গ্রহনের পরপরই উভয় উদ্যোক্তাকে ডেকে মৌখিক ভাবে তাদের কার্যক্রম থেকে বিরত থাকতে বলেন। এখন কর্মহারা হয়ে মানবতার জীবন যাপন করছে তারা। অপর দিকে তার মনোনীত দু’জনকে দায়িত্ব ভার অর্পণ করেছেন। এ নিয়ে চেয়ারম্যানের কাছে গেলে উদ্যোক্তা নিয়োগের বিষয়টি একান্ত তার ব্যক্তিগত বলে তাদেরকে সাফ জানিয়ে দেন। এ প্রসঙ্গে কথা হয় ইউপি সচিব মোঃ হেকমত আলীর সাথে তিনি উদ্যোক্তা নিয়োগের দায়িত্ব কার এটি তিনি জানেন না বলে জানান। কেন পুরাতন উদ্যোক্তাদের বাদ দিয়ে অনভিজ্ঞ দু’উদ্যোক্তাকে দায়িত্ব দেয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান মনোজিত বালা বলেন, কাকে নিব কাকে নিব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। নিয়োগের বিষয়টি একান্ত চেয়ারম্যানের তাই অন্য দু’জনকে বসিয়ে কার্যক্রম চালিয়ে নেয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, পুরাতন উদ্যোক্তাদের বাদ দিয়ে চেয়ারম্যান যে কাজটি করেছেন তা এখতিয়ার বর্হিভূত। চেয়ারম্যানকে রেজুলেশন দেখাতে বলা হয়েছে। এরপর পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here