ফকিরহাটের শহীদ স্মৃতি কলেজ মাঠে ৮দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোধন

0
323

বাগেরহাট ব্যুরো : বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়ার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে মরহুম আলহাজ্ব মোড়ল সিরাজুল ইসলাম স্মৃতি ৮দলীয় ৩য় ক্রিকেট টুণামেন্ট খেলার শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্ভোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে। সহকারী শিক্ষক রিংকু কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক অমল দত্ত মনি, প্রভাষক সুমন কুমার ধর, যুবলীগ নেতা মোড়ল আজিজুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আছাবুর রহমান। খেলায় আমপিয়ারের দায়িত্ব পালন করেন, রিংকু চক্রবর্তী, অমল দত্ত মনি ও আসাদুজ্জামান নিজাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here