মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুরে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ভৈরবা শহিদুল ইসলাম ডিগ্রী কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক এস এম শাহজামান মোহনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,বিএনপির কেন্দ্রীয় সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল,ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তি যোদ্ধা এ্যাড. এসএম মশিউর রহমান,সদস্য সচিব এম এ মজিদ, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,আক্তারুজ্জামান,জাহিদুজ্জামান মনা,ঝিনাইদহ সদর বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু,চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম প্রমুখ। সম্মেলনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মেহেদী হাসান রনি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দবীর উদ্দিন বিশ্বাস।















