শীতার্ত চা দোকানীরা পৌর মেয়র আঞ্জুমান আরার কম্বল পেয়ে ভীষন খুশি

0
240
smart
নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার উদ্যোগে চা দোকানী ও অসহায়, দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রাতে নড়াইল পৌরসভার নিশিনাথতলা থেকে শুরু করে বাধাঘাট নড়াইল ভিক্টোরিয়া কলেজ মোড়,খাদ্যগুদাম,স্বর্নপট্টি,মুচিপোল,কাচাবাজার সহ বিভিন্ন চা দোকানী ও অসহায়, দু:স্থ শীতার্ত ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল কুমার সাহা,কাউন্সিলর ইপিরানী প্রমূখ।
চা দোকানী সিদাম দাস,রুপকুমার,রনি দাস সহ ছিন্নমুল মানুষেরা আবেস আপ্লুত হয়ে বলেন মেয়রের কাছ থেকে কম্বল পেয়ে আমরা ভীষন খুশি হয়েছি। আমরা আশা করি সুখে দুঃখে মেয়র আমাদের পাশে থাকবেন।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন,আমাদের পৌরসভার সাধ্য অনুযায়ী চা দোকানী ও অসহায়, দু:স্থ শীতার্ত মানুষের পাশে থেকে কম্বল বিতরন করছি। এ ধারা অব্যাহত থাকবে। এর আগে আমি নিজে উপস্থিত থেকে কাউন্সেলরদের সাথে নিয়ে পৌরসভার প্রতি ওয়ার্ডে কম্বল বিতরন করছি।
জানা গেছে,পৌরসভার নিজস্ব তহবিল থেকে কিনে চা দোকানী ও দু:স্থ শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here