বৃষ্টিতে মণিরামপুরে নষ্ট কাঁচা ইট প্রায় ৬ কোটি টাকার ক্ষতি

0
236

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : শুক্রবার সকাল ১০টার পর থেকে হঠাৎ শুরু হয় বৃষ্টি। একটানা প্রায় দেড় ঘন্টার মাঝারি বৃষ্টি হয় তারপর থেমে থেমে বৃষ্টিতে মণিরামপুর উপজেলার ইটভাটায় কাঁচা ইটের ব্যাপক তি হয়েছে। নষ্ট হয়েছে কোটি কোটি টাকার কাঁচা ইট। উপজেলার রাজগঞ্জ এলাকার সরদার ইটভাটার ম্যানেজার মো. রুহুল কুদ্দুস জানান- এখন ইট তৈরির ভরা মৌসুম চলছে। প্রত্যেক ইট ভাটাগুলোতে লাখ লাখ কাঁচা ইট খোলা আকাশের নিচেই শুকানো হচ্ছিল। বিপুল পরিমাণে শুকানো কাঁচা ইট খোলা আকাশের নিচে সাজানো অবস্থায় ছিল। হঠাৎ এই বৃষ্টিতে এসব ইটের বেশির ভাগই নষ্ট হয়ে গেছে এবং যাবে। প্রতিটি ভাটায় প্রচুর পরিমাণে সদ্য কেটে রাখা কাঁচা ইটসহ শুকিয়ে রাখা কাঁচা ইট নষ্ট হবে। এই ভাটার আরেক ম্যানেজার মো. মফিজুর রহমান বলেন- তাদের ভাটায় প্রায় ৪ থেকে ৫ লাখ কাঁচা ইট মাঠে এবং খাড়ি দিয়ে রাখা আছে। এই বৃষ্টিতে অধিকাংশ কাঁচা ইট নষ্ট হয়েছে। এই নষ্ট ইটগুলো মাঠ থেকে সরাতেও প্রচুর শ্রমিকের প্রয়োজন। ইট কাটতে যেমন খরচ, বৃষ্টিতে নষ্ট হলে সেই ইট সরাতেও তেমন খরচ। এতে প্রতিটি ভাটা মালিক ব্যাপক তির শিকার হবে। মণিরামপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক জানান- মণিরামপুর উপজেলার মোট ৩০টির মতো ইট ভাটা চালু আছে। প্রতিটি ভাটায় ৫ থেকে ৮ লাখের মধ্যে কাঁচা ইট কাটা থাকে। এই বৃষ্টিতে অধিকাংশই কাঁচা ইট নষ্ট হবে এবং ৩০টি ইট ভাটায় প্রায় ৬ কোটি টাকার তি হবে। অনেক ভাটা মালিক আছেন, যারা ঋণ নিয়ে ভাটা পরিচালনা করেন। এতে তারা বড় ধরণের তির মুখে পড়বে। তাদের পে এই তি সামাল দেওয়া কষ্টকর হয়ে দাড়াবে বলেও তিনি মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here