যশোর রেল স্টেমনে নারীর গলার চেইন ছিনতাই করে পালানোর সময় নারী ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ

0
232

স্টাফ রিপোর্টার : যশোর রেলষ্টেশন এলাকায় এক নারীর গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন চুরি করে পালানোর আরেক নারীকে আটক করেছে জিআরপি পুলিশ। আটক ফাতেমা ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানারা ধরমন্ডল গ্রামের আক্কাছ মিয়ার স্ত্রী। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
যশোর পুলিশ লাইন কদমতলা লিনা খাতুনের বাড়ির ভাড়াটিয়া হযরত আলীর ছেলে ইয়ানুর ইসলাম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় ইয়ানুর ইসলাম বলেন, তিনি ও তার মা হাসিনা শুক্রবার সকালে রেলষ্টেশনের প্রধান গেটের সামনে সকাল ১০ টায় পৌছায়। এসময় সেখানে প্রচন্ড ভিড় ছিলো। এসুযোগে ফাতেমা বেগমসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীরা বাদীর মায়ের গলায় থাকা দেড়ভরি স্বর্ণের চেইন কৌশলে চুরি করে নেয়। কিন্তু বিষয়টি তার মা বুঝতে পেরে জিআরপি পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়। পরে পুলিশ এসে চোরকে আটক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here