ঝিনাইদহ সদর হাসপাতালে রাষ্ট্রদূত  করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের সেবায় তুরস্কের ভেন্টিলেশন মেশিন হস্তান্তর

0
309
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান বলেছেন,পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুহারও অনেক কম। তিনি সরকারের প্রশংসা করে বলেন করোনা রোগীদের পাশে থাকতে তুরস্ক সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি গতকাল দুপুরে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঝিনাইদহ সদর হাসপাতালের কনফারেন্স রুমে করোনা রোগীদের সেবায় দু’টি ভেন্টিলেশন মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিভিল সার্জন ডাঃ শ্রভ্রারাণী দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল প্রমূখ। রাষ্ট্রদূত বলেন,মুমূর্ষ রোগী সহ অন্যান্য বিষয়ে তুরস্ক সরকারের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি জাহেদী ফাউন্ডেশনের কর্মকান্ডের ভূয়সি প্রসংশা করেন। উল্লেখ্য তুর্কিস ফ্রেন্ডস নামের একটি সংস্থা জাহেদী ফাউন্ডেশনের মাধ্যমে এ ভেন্টিলেশন সিস্টেম প্রদান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here