প্রায় ২ কোটি টাকার ক্ষতি নওয়াপাড়ায় ভৈরব নদে কয়লা বোঝাই কার্গো জাহাজ ফেটে ডোবার উপক্রম

0
301

স্টাফ রিপোর্টার : অভয়নগরের নওয়াপাড়া ভৈরব নদে ৯৩৫ মেট্রিক টন কয়লা বোঝাই ‘এমভি প্রাইড এন্ড খানজাহান আলী- ২ নামের একটি কার্গো জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকে ডোবার উপক্রম হয়েছে। এ ঘটনাটি ঘটে শংকরপাশা আফিল ট্রেড ইন্টারন্যাশনালের নিজ ঘাটে রোববার সকালে । এ রিপোর্ট লেখা পর্যন্ত নদীপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ডুবে যাওয়া কয়লার মূল্য আনুমানিক ১ কোটি ৮৭ লাখ টাকা। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এমভি প্রাইড এন্ড খানজাহান আলী- ২ জাহাজের মাস্টার মইনুল হক জানান, গত ৩ জানুয়ারি মোংলা বন্দর থেকে ৯৩৫ মেট্রিক টন ইন্দোনেশিয়ান কয়লা নিয়ে যশোরের অভয়নগরের নওয়াপাড়া নৌবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ৪ জানুয়ারি নওয়াপাড়া নৌবন্দরে পৌঁছে তাল ঘাটে জাহাজ নোঙর করি। শনিবার নওয়াপাড়া ঘাটে আনলোড করার জন্য রাখা হয়। রোববার সকালে জাহাজের তলদেশ ফেটে হ্যাজে পানি ঢুকতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হয়।
আফিল ট্রেড ইন্টারন্যাশনালের নওয়াপাড়া শাখার দায়িত্বপ্রাপ্ত মোঃ মুন্জুরুল ইসলাম সুমন জানান, আমাদের এই কার্গোটি কয়লা নিয়ে নওয়াপাড়ায় পৌঁছানোর পর নদীর নাব্যতার কারণে জাহাজের সামনের হ্যাজ ফেটে যায়। এতে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। সাথে সাথে আমরা জাহাজটিকে তীরে ভিড়াতে সক্ষম হয়। আমাদের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতি পরিমাণ আনুমানিক ১ কোটি ৮ লাখ টাকা। এ ব্যাপারে আমরা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। যার নম্বর ২৮২। নদী দখলের কারণ ও নাব্যতা হ্রাস পাওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, আমরা জেনেছি এমভি প্রাইড এন্ড খানজাহান আলী ২ নামের জাহাজের দুর্ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here