যশোর পৌর পার্কে কলজ ছাত্র ছুরিকাঘাত 

0
230
স্টাফ রিপোর্টার : আজ রোববার যশোর পৌর পার্কে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পারভেজ হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র জখম হয়েছে।আহত পারভেজ হোসেন যশোরের বেনাপোল গাজীপুর গ্রামের নুর ইসলামের ছেলে। তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  আহত পারভেজ হোসেন জানান, আমি এম এম কলেজে পরিক্ষা সংক্রান্ত কাজে যশোর এম এম কলেজের কাছ ষেষে পৌর পার্কে বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা ২/৩ যুবকের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তারা আমার রানের ওপরে ৩ টা স্হানে ছুরি দিয়ে স্টেপ করে। পরে কয়েকজন আমাকে জখম অবস্হায় হাসপাতালে ভর্তি করে দেয়। কি কারনে তারা আমাকে ছুরিকাঘাত করেছে জানি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here