এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে :পাটকেলঘাটা অভয়তলা গ্রামের ইমরান হোসেন (২১) নামের এক যুবক শশুরবাড়ীর পরিবারের সাথে ঝগড়ার এক পর্যায়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।
জানাগেছে অভয়তলা গ্রামের ফেরদৌস হোসেনের পুত্র ইমরান হোসেন বেশ কিছুদিন পূর্বে তালা মূড়াগাছা গ্রামের মাহাবুর জোয়াদ্দারের মেয়ের সাথে বিয়ে করে। তবে এ বিয়ের ব্যাপারে ইমরানের পরিবার কিছুই জানত না। গত রোববার সকালে ইমরান বাড়ী থেকে বেরিয়ে যায় শশুরবাড়ী মুড়াগাছার উদ্দেশ্যে। শশুরবাড়ী গিয়ে সেখানে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ইমরান সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খায়। তার গতিবিধি ভাল না দেখে তাকে দ্রুত তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ ব্যাপারে তালা থানায় একটি ইউডি মামলা হয়।














