স্টাফ রিপোর্টার : যশোরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক দু’দিনের অনলাইন কর্মশালা আজ শেষ হয়েছে। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব আয়েশা আক্তার ও প্রেসক্লাব সম্পাদক তৌহিদুর রহমান। রোববার কর্মশালা উদ্বোধন করেন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব,মো. মিজান উল আলম। প্রকল্পটি ইউরোপীয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গৃহীত।
প্রকল্পটির মূল উদ্দেশ্য জনগণকে সম্পৃক্ত করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা ও সরকারি কর্মকান্ডে জবাবদিহিতা নিশ্চিত করা। কর্মশালয়ে ৩০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।#














