‘সেই শাড়ি যত্নে রেখে দিয়েছি’ – রুনা লাইলা

0
562

স্টাফ রিপোর্টার : ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক প্রকাশ করছেন দেশ-বিদেশের বিভিন্ন অঙ্গনের তারকারা। যারা ঘনিষ্ঠ ছিলেন তারা স্মৃতিচারণও করছেন। লতা মঙ্গেশকরের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লার। বেশ কয়েকবারই লতা-রুনার দেখা হয়েছে, আড্ডা হয়েছে। সর্বশেষ ২০১৭ সালে লতার সঙ্গে দেখা হয় রুনা লায়লার। সঙ্গে ছিলেন আঁখি আলমগীরও। সে সময় একদিন সন্ধ্যায় মুম্বইয়ের পেডার রোডে লতার বাড়ি প্রভুকুঞ্জে গিয়ে তার সঙ্গে দেখা করেন রুনা ও আঁখি। এ বাড়িতেই লতার সঙ্গে আড়াই ঘণ্টা সময় কাটান তারা। এ সময় তারা লতার সঙ্গে আড্ডা ও গল্পে মেতে ওঠেন। শুধু তাই নয়, আড্ডা শেষে রুনাকে একটি শাড়ি, নিজের আত্মজীবনী, ভাগ্নীর লেখা বই এবং নিজের গানের সিডি উপহার দেন লতা। রুনা লায়লাও তাকে একটি জামদানি শাড়ি উপহার দেন। আঁখিকেও বই আর নিজের গানের সিডি উপহার দিয়েছেন লতা। তারা একসঙ্গে বেশকিছু ছবিও তুলেছেন। রুনা লায়লা সেই স্মৃতিচারণ করে বলেন, লতা মুঙ্গেশকর কতো বড় মাপের শিল্পী সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার চলে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। অনেক স্মৃতিই মনে আসছে। তার সঙ্গে দেখা করতে পারা আমার কাছে বরাবরই অনেক সম্মানের ছিল। সর্বশেষ দেখাটাই চোখের সামনে ভাসছে। ২০১৭ সালে সেই সময় আড়াই ঘণ্টা লতাজির সঙ্গে মনোমুগ্ধকর সময় পার করেছিলাম। তার দেয়া উপহার সযত্নে রেখেছি। বিশেষ করে তার দেয়া শাড়ি আমি ব্যবহারই করি না। সেই শাড়ি যত্নে রেখে দিয়েছি। এর চাইতে মূল্যবান উপহার আসলে হয় না। রুনা আরও বলেন, লতা মঙ্গেশকরের বিদায়ের সঙ্গে সঙ্গে একটি ইতিহাসের সমাপ্তি হলো। তবে তিনি তার অগণিত গানের মাধ্যমে বেঁচে থাকবেন- এটা বলার অপেক্ষা রাখে না। আমি তার আত্মার শান্তি কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here