মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর শহরতলীর ঝুমঝুমপুর বিসিকে চাঁদা না দেয়ায় একটি গোডাউনের ম্যানেজারকে মারপিট ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার আনোয়ার ব্যাগ সাপ্লাই গোডাউনের ম্যানেজার বাবুল মোল্লা কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বুধবারও তুমুল উত্তেজনা দেখা গেছে।
অভিযোগে বলা হয়, সোমবার দুপুরে গোডাউনে গাড়ি থেকে খালি বস্তা নামানোর সময় হঠাৎ নীলগঞ্জ সাহাপাড়ার হালিম বিশ্বাসের ছেলে সাজ্জাদ হোসেন ও সাগরের নেতৃত্বে সাত-আটজন সন্ত্রাসী বস্তা নামাতে বাধা দেয়। এক লাখ টাকা চাঁদা না দিলে বস্তা নামানো যাবে না বলে হুমকি দেয় তারা। দাবিকৃত টাকা না দেয়ায় ম্যানেজারকে মারপিট করে গুরুতর জখম করে ও হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে চাঁদাবাজরা।
আনোয়ার ব্যাগ সাপ্লাই গোডাউনের ম্যানেজার বাবুল মোল্লা জানান, আগত সন্ত্রাসীরা এলাকার চিহ্নিত লোকজন। তারা একটি শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে বহু দিন ধরে বিসিক এলাকায় চাঁদাবাজি করে। ভয়ে কেউ তাদের অপকর্মের কোন প্রতিবাদ করতে পারেনা।
কোতয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি তদন্তে ঘটনাস্থলে গেছে। মামলা রজ্জুর ব্যাপারটি প্রক্রিয়াধীন বলে জানান সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।














