স্টাফ রিপোর্টার: সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নতুন নিয়মে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ সময়
আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত । আগ্রহী প্রার্থীদের এখন থেকেই রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে। বাংলাদেশ পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনি কি সৎ? আপনি কি সাহসী? আপনি কি দেশের জন্য যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে সম? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনাকেই খুঁজছে বাংলাদেশ পুলিশ। দেশমাতৃকার সেবায় শরিক হতে বাংলাদেশ পুলিশে যোগ দিন। তবে নিয়োগের ব্যাপারে কারও সাথে আর্থিক লেনদেন ও কোন প্রতারক চক্র চাকরি দেবার নাম করে কারো কাছে টাকা দাবী করলে নিকটতম থানা পুলিশকে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে । এছাড়া জানাতে পারেন (উরংঃৎরপঃ চড়ষরপব ঔধংযড়ৎব),এই পেইজে। নিয়োগ সংক্রান্তে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ- িি.িঢ়ড়ষরপব.মড়া.নফ অথবা আমাদের ফেসবুক(উরংঃৎরপঃ চড়ষরপব ঔধংযড়ৎব), পেইজে নতুন নিয়োগ সংক্রান্ত ভিডিওটি আপলোড দেওয়া আছে আজই দেখে নিন।














