ফকিরহাট একটি মাদ্রাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত

0
345

বাগেরহাট ব্যুরো:বাগেরহাটের ফকিরহাট উপজেলার ১ নং ইউনিয়নের ধনপোতা মাসকাটা মাহমুদিয়া আল মাদানী রহমাতুল্লা মাদ্রাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে, গত ৯/২/২২ ইংরেজি বুধবার দিবাগত রাতের যেকোনো সময় মাদরাসার মুহতামিম এর রুমের দরজা খুলে দুর্ধর্ষ চোরেরা দুটি আলমারি ভেঙ্গে নগদ অর্থ স্বর্ণ অলংকার সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়েছে এতে এলাকাবাসীর মধ্য চাপা ােভের সৃষ্টি হয়েছে, চুরির বিষয় মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল হাই শেখ বলেন ঘটনার বিষয়ে ফকিরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি বলেন ঐ দিন আমি নগদ ১৫০০০ টাকা ও দুটি স্বর্ণের রুলির যার ওজন আটআনা এই রেখে বাড়িতে চলে যাই সকালে খবর পেয়ে দেখি দরজা খোলা ও ভিতরে আলমারি ভাঙাচোরা বিভিন্ন জিনিসপত্র যেখানে সেখানে ফেলানো রয়েছে আর আলমারিতে রাখা টাকা ও স্বর্ণ অলংকার পাওয়া যায়নি তারপর কমিটির সিদ্ধান্ত মতে ফকিরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here