স্টাফ রিপোর্টার : সারাবাংলা ৮৮ যশোরের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের হাতে কম্বল প্রদান করা হয়েছে।
যশোর শহরের আশ্রম মোড়ে ৫০ জনের হাতে কম্বল তুলে দেন সারাবাংলা ৮৮ যশোরের বন্ধু তরিকুল ইসলাম পান্না, মো. মোকসেদ আলী মুনলাইট, মো. সিরাজ খান, আকরাম হোসেন, মহব্বত আলী জীবন, ডিটো সাঈদ, নূরে আলম সিদ্দিকী মিলন, বিল্লাল হোসেন, সালাহউদ্দিন মাসুদ প্রমুখ।
সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী কম্বল বিতরণের অংশ হিসেবে আজ যশোরে এই কম্বল প্রদান করা হয়।















