0
293
এপেক্স জাতীয় সেবা দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে সমাজের কম ভাগ্যবান মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে যশোর রেলগেট শিশু নিলয় অডিটোরিয়াম চত্বরে পঞ্চান্ন জন দরিদ্রের হাতে কম্বল তুলে দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা-৬ এর গভর্নর এপে. ইয়ারুল ইসলাম।
এপেক্স ক্লাব অব যশোরের প্রেসিডেন্ট মীর কামরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  পাস্ট এনএডি এড. শওকত আলী পিন্টু, আইপিডিজি অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, পিডিজি অধ্যাপক আসাদুজ্জামান ফিরোজ, যশোর ক্লাবের সেক্রেটারি এড. নূরুল ইসলাম সিদ্দিকী চুন্নু, মমতাজ খাতুন, জসিম উদ্দীন খান, গাজী মোহাম্মদ আলী, খুরশিদ আলম বাবু, রওশন আরা রাসু, ডা. ফাতেমা জামান, দেলোয়ার হোসেন, কামরুজ্জামান মিলন, আজাহার হোসেন স্বপন, অধ্যাপক  আমিনুর রহমান পিন্টু, অধ্যাপক এস এম সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে এপেক্স জেলা ৬ এর অন্যান্য ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here