লিথিয়াম ব্যাটারীর যুগে প্রবেশ করলো বাংলাদেশ পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারী বাজারজাত করছে দেশের পরিবহন জগতের বিশ^স্ত প্রতিষ্ঠান গাঙচিল গ্রুপ

0
285

স্টাফ রিপোর্টার : লিথিয়াম ব্যাটারীর যুগে প্রবেশ করলো বাংলাদেশ। পরিবেশ বান্ধব ও সময়োপযোগী এই লিথিয়াম আয়ন ব্যাটারী বাজারজাত করছে দেশের পরিবহন জগতের বিশ^স্ত প্রতিষ্ঠান গাঙচিল গ্রুপ। গতকাল যশোরের একটি পাঁচতারকা হোটেলে এর বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাঙচিল গ্রুপের কর্ণধার আলহাজ¦ মিজানুর রহমান খানের মাতা আলহাজ¦ মনোয়ারা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিশিষ্ট মোটরপার্টস ব্যবসায়ী কবি কাসেদুজ্জামান সেলিম , যশোর প্রেসকাবের সভাপতি চেম্বার নেতা জাহিদ হাসান টুকুন, মোটরপার্টস ব্যবসায়ী জনপ্রতিনিধি আলহাজ¦ মশিয়ার রহমান, যবিপ্রবির পেট্রোলিয়াম ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডঃ আমজাদ আলী, যশোর প্রেসকাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, গাঙচিল গ্রুপের পরিচালক ওয়ালিউর রহমান খান ও ফজুলুর রহমান খান, যশোরের বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সুজা, আশরাফুজ্জামান , মোটর ম্যাকানিক্স নওশাদ আলী, মাসুম প্রমুখ। বক্তারা ব্যাটারীর জগতে একটা নতুন যুগের সুচনা করায় গাঙচিল গ্রুপকে বক্তারা ধন্যবাদ জানান। উদ্যোক্তা গাঙচিল গ্রুপের পরিচালক ওয়ালিউর রহমান খান জানান, সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির এই লিথিয়াম আয়ন ব্যাটারী অত্যাধুনিক জাপানী প্রযুক্তি ও চায়না প্যাট্যানের সংমিশ্রনে বাংলাদেশে যাত্রা শুরু করেছেগত প্রায় ৩ বছর আগে থেকেই যা ছিল পরীক্ষামুলক বাজারজাতকরণ কার্যক্রম। গত ৪ বছরের পরীক্ষা নিরীক্ষার পর সম্পূর্ণ ত্রুটিমুক্ত পরিবেশ বান্ধব এবং ২ বছরের ওয়ারেন্টি সুবিধা দিয়ে আজ থেকে সারা বাংলাদেশে এই লিথিয়াম আয়ন ব্যাটারীর বাজারজাতকরণ কার্যক্রম শুরু হলো। গত ৪ বছরের বাজারের অভিজ্ঞতা নিয়ে আমরা প্রতিটি ব্যাটারীর লাইফ টাইম নির্ধারণ করেছি ৪ বছর। এর মধ্যে প্রথম ২ বছরের সম্পূর্ণ বদলীজনিত ওয়ারেন্টির গ্যারান্টি দিচ্ছি আমরা। বাজারে প্রচলিত এসিড নির্ভর ব্যাটারী পরিবেশের জন্য মারাতœক ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। সেদিন খুব বেশি দূরে নয় যেদিন এই এসিড যুক্ত ব্যাটারীর ব্যবহার শুধু বাংলাদেশ নয় সারা বিশে^ নিষিদ্ধ করা হবে। আমরা গাঙচিল গ্রুপ মেডইন বাংলাদেশ এই ব্র্যান্ডে এই লিথিয়ামযুক্ত ব্যাটারী একদিন বাংলাদেশসহ সারা বিশে^ রপ্তানীর টার্গেট নিয়ে একটু আগে ভাগেই বাজারে চলে আসলাম। সম্মানীত গাড়ীর মালিক, চালক ও টেকনিশিয়ানদের প্রতি আমাদের উদ্যাত্ত আহবান পরিবেশ বাঁচান, লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করুন। সব শেষে পরিবেশক ও টেকনিশিয়ানদের মধ্যে সনদপত্র ও উপহার সামগ্রী এবং সম্মাননা স্মারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন গাঙচিল গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ মিজানুর রহমান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here