এবার তামান্নাকে অভিনন্দনপত্র পাঠালেন সমাজকল্যাণমন্ত্রী

0
248

স্টাফ রিপোর্টার : ‘এক পায়ে যুদ্ধ জয় করা’ তামান্না আক্তার নূরাকে অভিনন্দনপত্র পাঠিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহার মাধ্যমে মন্ত্রীর স্বারিত অভিনন্দনপত্রটি তামান্নার হাতে তুলে দেওয়া হয়। তামান্নার উচ্চশিা ও পরবর্তী স্বপ্ন পূরণে সমাজকল্যাণ মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে বলেও অভিনন্দন পত্রে উল্লেখ করা হয়। এদিকে সমাজকল্যাণমন্ত্রীর অভিনন্দনপত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত তামান্না নূরা। তিনি বলেন, আমার জীবনে বড় প্রাপ্তি যে, সরকারের মন্ত্রী আমার খোঁজখবর নিচ্ছেন। এতে আমার অনেক ভালো লাগছে। আগে নিজেকে অসহায় মনে হলেও এখন নিজেকে একা মনে হচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আমার পাশে রয়েছেন। আমাকে শুভেচ্ছাপত্র পাঠানোর জন্য মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মন্ত্রীর শুভেচ্ছাপত্র গ্রহণের সময় তামান্নার বাবা রওশন আলী। তামান্নার অদম্য ছুটে চলার পথে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিামন্ত্রী ডা. দীপু মনিসহ সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন ব্যক্তি খোঁজ নেন-।
রওশন আলী বলেন, মেয়ে আমার অনেক কষ্ট করেছে। তার স্বপ্ন পূরণে সবাই এগিয়ে আসছে। যা আমি জীবনে কল্পনাও করতে পারিনি। খুশিতে আমার বুকটা ভরে যাচ্ছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা বলেন, তামান্না নূরা আমাদের সমাজের অনুকরণীয়। তার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী-) শেখ হাসিনাসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবার সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তাকে ফুলের শুভেচ্ছা জানানোর সঙ্গে অভিনন্দনপত্র দিয়েছেন। পত্রটি পেয়ে তামান্নাসহ তার পরিবার খুশি। এদিকে বুধবার সন্ধ্যায় তামান্নাকে দেখতে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ড যশোরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীবের নেতৃত্বে বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুল খালেক সরকার, পরীা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক কে এম গোলাম রব্বানি। তারা তামান্নাকে ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি টানা চতুর্থবার জিপিএ-৫ পাওয়ায় মিষ্টিমুখ করান। যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুরের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির তিন সন্তানের মধ্যে বড় তামান্না নূরা। তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবার উচ্চমাধ্যমিক পরীা দিয়েছিলেন। রোববার প্রকাশিত ফলাফলে এসএসসির মতো এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here