মানহানির অভিযোগে গ্রামের কাগজের সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

0
291

স্টাফ রিপোর্টার : মানহানির অভিযোগে গ্রামের কাগজের প্রকাশক সম্পাদকসহ চারজনকে আসামি করে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর আইনজীবী সহকারী সমিতির সদস্য পারভেজ আলম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন ডিবি পুলিশকে।
আসামিরা হলো, গ্রামের কাগজের প্রকাশক সম্পদাক মবিনুল ইসলাম মিিবন, সহযোগী সম্পাদক আঞ্জুয়ারা, সাতক্ষীরা পাশাপোলের নাজমুল হোসেন ও ইব্রাহিম খলিল।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি দৈনিক গ্রামের কাজগ পত্রিকায় আইনজীবী সহকারী পারভেজের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। রিপোর্টে প্রকাশ করা হয় শার্শা থানার জিআার নম্বর ২০৫০/২১ মামলার আসামিকে ১০/১২ জামিন ধারার নামে ২ হাজার আবার কখনো ৩হাজার টাকা হাতিয়ে নিয়েছেন এবং জামিন না হওয়ায় আসামী পক্ষ হাইকোর্টে যোগাযোগ করেন। আইনজীবীর পরামর্শে ৪ হাজার টাকা দিয়ে মামলার কাগজপত্র তুলে পাঠান আসামি পক্ষ। হাইকোর্টের আইনজীবী জানিয়েছেন নিম্ম আদালতের জামিন ধরা হয়নি। বাকি কিছু কাগজপত্র পাঠানো তিনি আরও ১৫শ’ টাকা দাবি করেছেন। এরপর আইনজীবী সহকারীর সাথে দেখা করলে অশোভন আচারণ করেন। প্রকৃত পক্ষে শার্শা থানার ২০৫০/২১ জিআর নম্বরের কোনা মামলা নেই। মামলার বাদী পারভেজ আলম এ মামলার তদ্বিরকারক বা আইজীবীর মহুরার ছিলেন না। বাদী আইনজীবীর সহকারী হওয়ায় কোন মামলার জামিন ধরতে পারেনা। রিপোর্টে কখন কোথায় টাকা দেয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। এছাড়া আসামিদের স্থানীয় আত্মীয় তার রিরুদ্ধে এমন কোন অভিযোগও করেনি। আসামি নাজমুল হোসেন ও ইব্রাহিম হোসেনের দেয়া ভুল তথ্য দিয়ে পরিকল্পিতভাবে সংবাদ প্রকাশ করে পেশাগত ক্ষতি করার উদ্দ্যেশে এ সংবাদ প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here