পাইকগাছায় কাছিম বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে একজনকে ৮ হাজার টাকা জরিমানা ৬ কাছিম অবমুক্ত

0
296

পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় ৬ টি কাসিমসহ একজনকে ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তারা গোপন সংবাদে আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চারবন্দা বাজারে িিব্ক করার সময় ছালুবুনিয়া গ্রামের কমলেশ ঢালী (৩৮)কে আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন ও প্রকৃতি সংরণ বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জারমোঃ লুৎফর রহমান,জুনিয়র অফিসারমোঃ শাহিন,দেবদাস কবিরাজ ও মোঃ ইমজামান। জব্দ করা হয়১ টি ধুম ও ৫ টি সন্ধি কাসিম। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে কমলেশকে ৮ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here