প্রীতি ফুটবল ম্যাচে ঝিনাইদহকে ৩-১ গোলে হারালো যশোর

0
328

ক্রীড়া প্রতিবেদক : ঝিনাইদহ ও সোনালী অতীত কাব যশোরের প্রীতি ফুটবল ম্যাচ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জয় পেয়েছে যশোর। ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যচে যশোর ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে ঝিনাইদহকে। প্রথম গোল করেন সোনালী অতীত কাব যশোরের মাসুদুর রহমান টনি। তিনি গোলটি করেন ম্যচের ১০ মিনিটে। ঝিনাইদাহের ইকবাল প্রথমার্ধের ২২ মিনিটে একটি গোল করেন। প্রথমার্ধ ১-১ গোলে ড্র ছিলো। দ্বিতিয়ার্ধে যশোরের কাজী জামাল হোসেন ও নাজমুল হাসান নজু একটি করে গোল করেন। শেষ পর্যন্ত ঝিনাইদহের বিরুদ্ধে যশোর ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলা শুরুর আগে প্রয়ত খেলোয়াড়দের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয় । খেলা শেষে ব্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সোনালী অতীত কাব ঝিনাইদহের ৭ম প্রতিষ্টাবার্ষকী উপলে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। খেলা শুরুর আগে দুদলের পতাকা বিনিময় হয়। খেলা শেষে পুরস্কার বিতরন করা হয়। এসময় সংপ্তি বক্তব্য রাখেন সোনালী অতীত কাব যশোরের সভাপতি এবি এম আখতারুজ্জামান সোনালী অতীত কাব ঝিনাইদহের সভাপতি রতন কুমার কর্মকার সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ। পরে উভয় দল একে অপর দলকে ক্রেস্ট উপহার দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here