মহম্মদপুরে অপহরণের পর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৩

0
276

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় গত শুক্রবারে এক নারীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আকাশ শেখ (২০), আমিনুর রহমান মোল্যা (২৬) ও কামাল মিনে (২৫) নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সুত্র জানায়, উপজেলার নহাটা ইউনিয়নের দরিশালধা গ্রামের বিবাহীত এ নারীকে উত্যাক্ত করত পাশর্^বর্তী এলাকার আকাশ। ঘটনার দিন ওই নারী নহাটা বাজারে গেলে আকাশ, লিটন মোল্যা ও আমিনুর রহমান তাকে অপহরণ করে বালিদিয়া গ্রামে নিয়ে যায়। বালিদিয়া গ্রামের কামাল মিনের বাড়ীতে আটক রেখে ধর্ষণ করে আকাশ। পরে ওই নারীকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভুগীর মা বাদী হয়ে আপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে চারজনের নামে মহম্মদপুর থানায় একটি মামলা করেছেন। যার নম্বর-৯। অভিযোগ পেয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্ত লিটন মোল্যা (৩০) পলাতক রয়েছে। মহম্মদপুর থানা ওসি মোঃ নাসির উদ্দীন জানান, অভিযোগের ভিত্তিতে মামলার মুল আসামীসহ তিনজনকে আটক করা হয়েছে। বাকীজনকে আটকের চেষ্ঠা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here