পঙ্গু হচ্ছে পথচারীরা, বিকল হচ্ছে যানবাহন জামতলা বালুন্ডা সড়কের ব্রিজটি ভেঙে গিয়ে মরণ ফাঁদে পরিণত 

0
344
জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজার থেকে বালুন্ডা সড়কের মাঝামাঝি সংলগ্ন ব্রিজটি ভেঙে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এর ফলে এলাকার জনসাধারণসহ পথচারীদের ভোগান্তি বেড়েই চলছে।
দীর্ঘ তিন বছর ব্রিজের একটি অংশ ভেঙে যাওয়ার ফলে ভারি কোন যানবাহন চলাচল করতে পারছে না।
প্রাইভেটকার ভ‍্যান সহ ছোট যানবাহন চলাচলেও সমস‍্যা হচ্ছে। ব্রিজটির এক অংশ ভেঙে পড়ার পাশাপাশি পুরোটাই নিচের দিকে বাঁকা হয়ে ঝুঁকে পড়েছে।
এরকম অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। অতি দ্রুত ব্রিজটি সংস্কার করে পথচলা সুগম করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন এই সড়কে চলাচলকারী ও স্থানীয়রা।
পথচারীরা জানান, এই সড়কে চলাচলকারী অনেকেই আজ পঙ্গু। ব্রিজ পেরিয়ে যাওয়ার আগেই প্রতিনিয়ত ধ্বসে নিচে পড়ছে সাধারণ মানুষ। ভেঙেচুরে বিকল হয়ে পড়ছে উপার্যনের একমাত্র বাহনটি। ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ। ভাঙাচোরা ও জরাজীর্ণ অবয়ব নিয়ে দীর্ঘ ৩ বছর অতিক্রম করলেও মেরামতের কোন উদ্যোগ নেয়নি কতৃপক্ষ।
তবে ব্রিজটি যেন দ্রুত বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আশ্বস্ত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উর্দ্ধতন কর্মকর্তারা। ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, ব্রিজটি নতুন করে কিভাবে তৈরি করা যেতে পারে সে সংক্রান্ত বিষয়ে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা করেছি। আশা করছি খুব শিঘ্রয় সাধারণ মানুষের আশা পূরণ হবে।
শার্শা উপজেলা প্রকোশলী অফিসার এম এম মামুন হাসান বলেন, প্রকল্পেটির জন্য অর্থ পেতে উপর মহলে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি ব্রিজটি খুব শিঘ্রয় নতুন করে তৈরী হওয়ার পাশাপাশি জনগণের ভোগান্তি লাঘব হবে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার
 মীর আলিফ রেজা বলেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনসাধারণের কথা মাথায় রেখেই চেষ্টা করছি ব্রিজটি যেন খুব শিঘ্রয় আলোর মুখ দেখে।
তবে শুধু আশ্বাস নয়। দীর্ঘদিনের ভাঙাচোরা ও জরাজীর্ণ ব্রিজটি অতিদ্রুত তৈরি করে স্থানীয় জনগন এবং পথচারীদের চরম ভোগান্তি লাঘব হবে এমনটাই কামনা করেন সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here