রাজগঞ্জে সড়ক র্দূঘটনায় মোবাইল মিস্ত্রীর মর্মান্তিক মৃত‍্যু

0
298
আনিছুর রহমানঃ- মণিরামপুর উপজেলার রাজগঞ্জ টু বাঁকড়া সড়কের কোমলপুর বাজারের অদুরের রাস্তায় কাঠ বোঝায় টলির নীচে চাঁপা পড়ে মর্মান্তিক মৃত‍্যু হয়েছে মোবাইল মিস্ত্রীর। নিহতের ফুফাতো ভাই ইসলাম আলীসহ প্রত্যক্ষদর্শীরা বলেন,রবিবার সকাল সাড়ে দশটার দিকে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা খোশালনগর গ্রামের আব্দুর রহিম মালিকের ছেলে মোবাইল মিস্ত্রী প্রতিবন্ধি আবু দাউদ (৩৫) বাড়ি থেকে সাইকেলে চড়ে রাজগঞ্জ বাজারের ব‍্যবসা প্রতিষ্ঠানে আসছিল। পথি মধ‍্যে কোমলপুর বাজারের অদুরে মহলদার পাড়া সংলগ্ন স্থানে পৌছানো মাত্রই পিছন দিক থেকে আশা কাঠ বোঝাই টলি গাড়িতে জোরালো ধাক্কা দেয়। সাইকেল থেকে পড়ে গেলে দাউদের বুকের উপর দিয়ে টলির চাকা উঠে যায়।প্রত্যক্ষদর্শী টুটুল হোসেন বলেন, গুরুত্বর আহত অবস্থায় দাউদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ সময় লাশটি তার গ্রামের বাড়ি বালিয়াডাঙ্গায় নিয়ে যায়। দাউদের স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছে। উল্লেখ‍্য আবু দাউদ দীর্ঘ ১৫/১৬ বছর যাবৎ রাজগঞ্জ বাজারে মোবাইল মিস্ত্রীর কাজ করে আসছিল।
দাউদের অকাল মৃত‍্যুতে গ্রামের বাড়ির এলাকাসহ রাজগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনেই সাথে সাথে আমি পুলিশ পাঠিয়ে দিই। ঘাতক  ট্রলিটি জব্দ করা হলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here