গঠনতন্ত্র রক্ষার দাবিতে এবং অগঠনতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

0
436

সাতক্ষীরা প্রতিনিধি ঃ গঠনতন্ত্র রক্ষার দাবিতে এবং অগঠনতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীবৃন্দ।
সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সিনিয়র আইনজীবী এড. আজহারুল ইসলাম।
এড. সাহেদুজ্জামান সাহেদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু,এড. সাঈদুজ্জামান জিকো, এড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।
মানববন্ধন বন্ধনে বক্তারা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী জেলা আইনজীবী সমিতি চলবে। বৈধ নির্বাচন কমিশন ঘোষিত ২৪ মার্চ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা গঠনতন্ত্র মানে না সাধারণ আইনজীবীদের সাথে নিয়ে তাদের জেলা আইনজীবী থেকে বিতাড়িত করা হবে। গঠনতন্ত্র বিরোধী কোন কর্মকান্ড সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে হতে দেওয়া হবে না বলে হুশিয়ারী দেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here