মাগুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
383

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার বিকালে মাগুরা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ্’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ সভাপতি মুন্সি রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, প্রচার সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, দপ্তপর সম্পদক রাশেদ মাহমুদ শাহিন, কৃষি বিষয়ক সম্পদক সোহেল পারভেজ দ্বীপ, সদর উপজেলা আওমামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন সবুজ প্রমুখ।
প্রধান আলোচক সাইফ্জ্জুামান শিখর এমপি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন শুধুমাত্র মার্তৃভাষার জন্যই হয়নি। এর মাধ্যমে বাঙ্গালী জাতির মুক্তির পথ তৈরী হয়। যার ফলশ্রুতিতে ১৯৫৪ এর যুক্তফ্রন্টের নির্বাচনে বিজয়, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ এর গণ অভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচন ও সর্বশেষ ১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধিনতা অর্জন। আর আন্দোলনের প্রত্যেকটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামনে থেকে নের্তৃত্ব দিয়েছেন। যে কারনে বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুকে মুক্তির দূত হিসেবে মনে করতো। আল্লাহ তায়ালা জাতির জনক বঙ্গবন্ধুকে সৃষ্টি করেছিলেন এই দেশের মানুষের মুক্তির জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here