আশাশুনিতে বিডিএইড’র উপজেলা কমিটিতে সভাপতি নাহিদ সম্পাদক তাজ মনোনীত

0
245

এম,এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে বিডিএইড’র উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল বিকাল ৪ টায় উপজেলা সদরের বিডিএইড’র অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনকল্পে কর্মীসভায় সভাপতিত্ব করেন, জেলা বিডিএইড’র সভাপতি বেজাউল ইসলাম রেজা। জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব লিমুর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শ্রমিক নেতা এস. এম হোসেনুজ্জামান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান আশাশুনি সদরের সাবেক চেয়ারম্যান স.ম সেলিম রেজা, প্রাক্তন প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস.এম সাহেব আলী, কৃষকলীগ সদস্য সচিব মতিলাল সরকার, যুবলীগ নেতা নাহিদুজ্জামান নাহিদ, গাউসুল আজম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমূখ। কর্মীসভায় সর্বসম্মতিক্রমে এম. নাহিদুজ্জামান নাহিদকে সভাপতি, ইকবাল হোসেনকে সহসভাপতি, আশরাফুজ্জামান তাজকে সাধারণ সম্পাদক, মু. গাউসুল আজমকে কোষাধ্যক্ষ ও ঢালী মু. শাহিন আহম্মেদ রনিকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী আশাশুনি উপজেলা বিডিএইড’র কমিটি গঠন করা হয়। জেলা বিডিএইড’র উপজেলা কমিটি হস্তান্তর করছেন জেলা বিডিএইড’র নেতৃবৃন্দ আশাশুনির নব নির্বাচিত বিডিএইড’র নেতৃবৃন্দের হাতে কাগজ পত্র হস্তান্তর করছেন। কমিটি ঘোষনা শেষে আশাশুনি বালিকা বিদ্যালয়ে ফলজ বৃক্ষ রোপন, অসহায় ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র কম্বল ও বাজারের বিভিন্ন স্থানে মাক্স বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here