যশোরে এক সন্তানের জননীকে ধর্ষনের চেষ্টা

0
221

মালিকুজ্জামান কাকা : যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ভগবর্তীতলা গ্রামে এক সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে খোজ নিয়ে জানা যায় কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামের ফারুক হোসেনের পুত্র নাহিদ হাসান ধর্ষনের চেষ্টা করে এক গৃহবধুকে। সরেজমিনে গিয়ে জানা যায় ভগবর্তীতলা গ্রামের ওবাইদুর রহমান এর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে ওবাইদুর রহমানের স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন ধর্ষণ চেষ্টাকারী নাহিদ আমার নোনদের ছেলে সে প্রায়ই আমার শশুরবাড়ী ও আমার পিতার বাড়ীতে এসে আমাকে কুপ্রস্তাব দিয়ে উক্ত্যক্ত করে আসছিল। তিনি আরও বলেন বিষয়টি আমি আমার ননদ শিরিনা ও ননদের স্বামী ফরুককে জানালে নাহিদ আমাকে অপহরন করাসহ বিভিন্নভাবে আমাকে তি করার সুযোগ খুঁজতে থাকে। দিনের বেলায় ঘরে একা থাকার সুবাদে নাহিদ অনেকদিন যাবৎ আমাদের বসত ঘরের সামনে ওত পেতে থাকে। ঘটনার দিন ২১ শে ফেব্রুয়ারী সোমবার আনুমানিক সকাল ১০টায় নাহিদ হাসান দরজায় এসে আমার কাছে পানি খেতে চায়। আমি ঘরে পানি আনতে গেলে সে কৌশলে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন আসলে নাহিদ পালিয়ে যায়। এ বিষয়ে প্রতিবেশী হবিবার রহমান বলেন আমি ডাক চিৎকার শুনে দৌড়াইয়া আসিলে আমি দেখি নাহিদ ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। নাহিদ বিগত দিনে এ ধরণের অনেককে ধর্ষনের চেষ্টা করেছে। ভুক্তভোগী নারীর স্বামী ওবাইদুর রহমান বলেন ঘটনার দিন আমার বাসায় না থাকার সুযোগে আমার স্ত্রীকে আমার ভাগিনা নাহিদ জোরপূর্বক ধর্ষন করার চেষ্টা করে। অভিযুক্ত নাহিদের মা শিরিনা এবং বাবা ফারুককে জানাইলে তারা উল্টো হুকমি প্রদান করেন। বর্তমানে আমারা নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় গ্রামের একাধিক ব্যক্তি বলেন নাহিদ একজন মাদক সেবী ও ব্যবসায়ী। স্থানীয় অনেক মেয়েদের এভাবে ধর্ষনের চেষ্টা করে। কেউ আইনের আশ্রয় নিতে গেলে অদৃশ্য হাতে ধামাচাপা হয়ে যায়। অভিযুক্ত নাহিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করিলে জানা যায় তিনি আত্মগোপনে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here