শার্শায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদেরকে স্মরণ করেছে উপজেলা বিএনপি

0
561
জসিম উদ্দিন, শার্শা : বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  যশোরের শার্শায় ভাষা শহীদদেরকে স্মরণ করেছে উপজেলা বিএনপি।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময়  পুলিশের বাধা আসলে এক সময় সকল বাধাকে উপেক্ষা করে শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির-এর নেতৃত্বে এক বিশাল শোক র‍্যালী করেন বিএনপির নেতাকর্মীরা।
র‍্যালিটি নাভারণ বাজার প্রদক্ষিন করে বুরুজবাগান হাইস্কুলের শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়নের সভাপতি শাহজালাল আলাল, কায়বা ইউনিয়নের সভাপতি মশিয়ার রহমান,  সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সাগর, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাজেদুল ইসলাম, আব্দুস সালাম,থানা যুব দলের সদস্য সচিব মো : ইমদাদ, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, মোজাফফর হোসেন, থানা মৎসজীবি দলের সভাপতি সোহরাব হোসেন, সদস্য সচিব বদিউজ্জামান, থানা ওলামা দলের সভাপতি মোঃ হান্নান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিপন, যুগ্ম আহবায়ক ওয়াসি উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান জনি সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here