শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

0
237

শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজারে সংঘর্ষে ৩ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শেখপাড়ায় কুষ্টিয়া জেলার শান্তিডাঙ্গার গ্রামের বাসিন্দারা বাজারের ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা চালায়। জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয় ঝিনাইদহের শৈলকুপার ও কুষ্টিয়ার শান্তিডাঙ্গা গ্রামের কিশোরদের মধ্যে। এক তরফা হামলাও চালায় শান্তিডাঙ্গা গ্রামের কিশোররা। বিষয়টি এক পর্যায়ে মিমাংশা করে দেয় শান্তিডাঙ্গা গ্রামের মাতব্বর মেম্বার মিজানুর রহমান। বুধবার সকালে শৈলকুপা উপজেলার রাহাতন নেসা গালর্স স্কুলে টিকা নিতে উপস্থিত হয় উভয় গ্রুপের কিশোররা । সে সময় শান্তিডাঙ্গা গ্রামের কলেজ, স্কুল পড়ুয়া ছাত্র, কৃষকসহ মোট ২০ জনের মতো হামলা চালায় শেখপাড়া বাজারের ব্যবসায়ী জিবলু, তারেক ও মুরগি ব্যবসায়ী আনিচের উপর। আহত জিবলুর রহমান বলেন, আমি কিছুই জানিনা। আমি গালর্স স্কুলের দিকে যাচ্ছি, হটাৎ করে রাম দা, দেশীয় অস্ত্র নিয়ে আমার চারপাশে ঘিরে ধরে। আমি গাড়ি রেখে পাশের দোকানে পলানোর চেষ্টা করি। একপর্যায়ে তারা দোকানের ভেতরে প্রবেশ করে আমাকে মারতে শুরু করে। পরবর্তীতে পুলিশ ও ঝিনাইদহ জেলা পরিষদের সবাকে সদস্য রেজাউল করিম খাঁ এসে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে বাজারের পরিস্থিতি শান্ত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here