কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীকে জেল জরিমানা

0
259
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ( ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে দুই মাদকসেবীকে এক মাসের কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের কালীবাড়ি মোড়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব ভ্রাম্যমান আদালত করে এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্ত মাদকসেবীরা হলেন- কালীগঞ্জ বলিদাপাড়া গ্রামের মৃত ইসহাক আলী বিশ্বাসের ছেলে আসলাম হোসেন (৪০) এবং কলেজপাড়া গ্রামের আনসার আলীর ছেলে হাবিবুর রহমান (৪২)।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের কালীবাড়ি মোড়ে এক অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জামসহ ওই দুই মাদকসেবীকে আটক করেন। এ খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব ঘটনাস্থলে পৌছে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদকসেবীকে এক মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করেন।
কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, আটককৃতদের মধ্যে আসলাম হোসেন মোবারকগঞ্জ সুগার মিলে কর্মচারী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ছাড়াও মাদক সেবনের অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here