ঝিকরগাছার একটি গণধর্ষণ মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট

0
269

স্টাফ রিপোর্টার : ঝিকরগাছার কাশিপুর গ্রামের একটি গণধর্ষণ মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মেজবাহ উদ্দীন আহমেদ।
অভিযুক্ত আসামিরা হলো ঝিরগাছার দোস্তপুর গ্রামের মৃত নিয়াতম আলীর জামাই রুফি মিয়া ওরফে শুভ, মৃত মফিজুরের ছেলে রাহুল, শওকত আলীর ছেলে সোহান হোসেন ও মৃত মোশারফ হোসেনের ছেলে সাদ্দাম।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের বড়মেঘলা গ্রামের গৃহবধূ ভিকটিম প্রায় তার পিতার বাড়িতে থাকত। আত্ময়তার সূতে রুফি মিয়ার সাথে তার প্রায় মোবাইল ফোনে কথা হতো। ২০২০ সালের ১৪ অক্টোবর আসামি রুফি মিয়া ভিকটিমকে ফোন করে রাতে বাড়ির পাশে গোয়ালদাহ মাঠের মধ্যে দেখা করতে বলে। রুফির কথামত ভিকটিম রাতে তার সাথে দেখা করতে মাঠে যায়। এ সময় রুফি মিয়া তাকে ধরে মাঠের একটি বেগুন ক্ষেতের পাশে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপর তিন আসামি উপস্থিত ছিলো। এরপর তারা চারজন মিলে ওই গৃহবধূকে গণধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তিনি বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরদিন গণধর্ষণের অভিযোগে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে ৪ জনকে আসমি করে ঝিকরগাছা থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত চারজনকে আটক দেখানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here